গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পৌরনিগম কর্মী ও উকিলদের সংঘর্ষ হাওড়ায় - howrah court advocates
🎬 Watch Now: Feature Video
গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশ । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় । আহত হয়েছে দু'পক্ষের একাধিক । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । মোতায়েন রয়েছে RAF । ঘটনাস্থানে পৌঁছেছেন মন্ত্রী অরূপ রায়, পুলিশ কমিশনার ও হাওড়ার মেয়র । দেখুন ভিডিয়ো...