Puja Parikrama : শিক্ষক ইউটিউব, নদীর মাটি দিয়ে দুর্গা মূর্তি গড়ল ষষ্ঠ শ্রেণির শুভ্রনীল - Durga idol
🎬 Watch Now: Feature Video
বিষ্ণুপুর শ্যামরায় বাজারের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র শুভ্রনীল শীট ৷ নদীর ধার থেকে মাটি এনে আর ইউটিউব দেখে নিজের হাতে বানিয়ে ফেলল দশভুজার প্রতিমা ৷ পঞ্চমীতে নিজের হাতে প্রতিমা পুজো শুরু করল সে ৷ বিষ্ণুপুরের 12 বছরের এই বালকের এমন কার্যকলাপে আলোড়ন পড়ে গিয়েছে অঞ্চলে । বাবা-মা তো বটেই, গর্বিত গোটা পরিবার ৷