Partha on State Budget : 7 মার্চ থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে পারে, জানালেন পার্থ - Partha on State Budget
🎬 Watch Now: Feature Video
আগামী 7 মার্চ রাজ্যের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা (State Budget 2022-23) ৷ ওইদিন বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন (State Budget Session Starts from March 7) ৷ আর 11 মার্চ মুখ্যমন্ত্রী বিধানসভায় 2022-23 এর রাজ্য বাজেট পেশ করতে পারেন (Chief Minister will Present Budget on March 11) ৷ কল্যাণীতে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, পৌরসভা ভোটে যে সব নেতারা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের জেতার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পার্থ ৷ আর ভোট মিটলে তাঁদের তৃণমূল ফেরানো হবে না বলেও জানিয়েছেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST