'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের - Satish Sivalingam daughter mimicking silver medal lift
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12584248-thumbnail-3x2-chanu.jpg)
খুদে ভারোত্তোলক ৷ টিভিতে মীরাবাঈ চানুকে দেখে সমানে অনুকরণ করে গেল একরত্তি ৷ ভিডিয়োটি টুইট করেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ওয়েটলিফটার সতীশ শিবলিঙ্গম ৷ নেটিজেনরা তাকে 'জুনিয়র চানু' নাম দিয়েছে ৷ মিষ্টি ভিডিয়োটি দেখে ভাল লেগেছে মীরাবাঈয়েরও ৷ দেশের আগামী অনুপ্রেরণা এখন অলিম্পিকসে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো তার উদাহরণ ৷