সবুজ মেরুন রক্ষণের দুর্বলতাকে কাজে লাগাতে চান ইয়ান ল - পঞ্জাব FC-র কোচ ইয়ান ল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 8, 2020, 11:49 PM IST

মোহনবাগানের রক্ষনের দুর্বলতা তাঁর নজরে পড়েছে । কাল কল্যাণী স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে খেলতে নেমে সেই দুর্বলতাকে কাজে লাগাতে চান ইয়ান ল । পঞ্জাব FC-র কোচের চেয়ারে বসে আছেন কলকাতার বালিগঞ্জের তরুণ । পঞ্জাবের ক্লাব দলটি চলতি আই লিগে প্রথম ম্যাচে পরাজয়ের পরে নয়টি ম্যাচ অপরাজিত । কলকাতাতেও সেই সাফল্যের অভ্যাস বজায় রাখতে চান । ইয়ান ল বলছেন, কাল মোহনবাগানের বিরুদ্ধে তাঁদের ম্যাচটি কার্যত ফাইনাল । কারণ পয়েন্ট নষ্ট করলে কিবু ভিকুনার দলের সঙ্গে ব্যবধান হবে নয় পয়েন্টের । যা পরবর্তী ম্যাচে মিটিয়ে ফেলা কার্যত কঠিন হয়ে দাঁড়াবে । পঞ্জাব এফ সি দলে মোহনবাগানের পাঁচজন প্রাক্তনী রয়েছেন । ডিপান্ডা ডিকা, কিংসলে মইনুদ্দিন, শৌভিক দাস আনোয়ার আলি পঞ্জাবের হয়ে ভালো খেলছেন । এছাড়াও নির্মল ছেত্রী,কেভিন লোবো,সঞ্জু প্রধান,আনোয়ার আলির মত কলকাতা মাঠের পরিচিত ফুটবলার রয়েছেন । ইয়ান ল বলছেন রক্ষণের ভুলে একাধিক জেতা ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে । এখন সেই খামতি তারা শুধরে নিয়েছেন । তাই প্রতিপক্ষ আক্রমন রুখে দেওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী । একই সঙ্গে মোহনবাগানের রক্ষণের ভুল কাজে লাগাতে চান । তাই তিন পয়েন্টই যে তার পাখির চোখ তা পরিষ্কার ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.