দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটে আমূল সংস্কারের বার্তা সৌরভের - ভারতীয় ক্রিকেট
🎬 Watch Now: Feature Video
বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার শীর্ষ আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন সৌরভ ৷ প্রেসিডেন্ট পদে সৌরভ দায়িত্ব নিলেন ভারত অধিনায়ক হিসেবে পাওয়া ব্লেজার পরে । যেন বুঝিয়ে দিলেন 'ক্যাপ্টেন' হিসেবেই BCCI-র দায়িত্ব নিয়েছেন ৷ প্রথমদিনেই বার্তা দেন আগামীদিনে ভারতীয় ক্রিকেটে আমূল সংস্কার আসতে চলেছে ৷ শুনুন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির বক্তব্য ৷