রাজার আক্ষেপ 'সোনা হল না' - ranigunj
🎬 Watch Now: Feature Video
একদিকে দরিদ্রতা অন্যদিকে লড়াই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে ৷ সব প্রতিকূলতাকে জয় করেই সুইজারল্যান্ডে বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসরে পাড়ি দিয়েছিলেন রানীগঞ্জের রাজা মগোত্রা ৷ চ্যাম্পিয়নশিপের ডাবলস বিভাগে রাজস্থানের কৃষ্ণা নাগরকে সঙ্গী করে রূপো জিতে বাংলাকে গর্বিত করেছেন রাজা৷