গোলাপি টেস্ট মাতাতে হাজির পিঙ্কো - ইডেনে গোলাপি টেস্ট
🎬 Watch Now: Feature Video
ঐতিহাসিক দিন রাতের ইডেন টেস্টের ম্যাসকট হতে চলেছে পিঙ্কো ৷ গোলাপি বলের সঙ্গে সামঞ্জস্য রেখেই ম্যাসকটের এমন নাম ৷ শহর কলকাতার নানা প্রান্ত ঘুরে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচের প্রচার করবে পিঙ্কো ৷ ম্যাচ চলাকালীন গঙ্গাবক্ষেও দেখা যাবে পিঙ্কোকে ৷ এদিন ইডেনে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ম্যাচের প্রতীকী টিকিটও তুলে দেয় পিঙ্কো ৷