গোলাপি যুদ্ধ চ্যালেঞ্জের, বলছেন ঋদ্ধি-ভেত্তোরি - গোলাপি যুদ্ধে ঋদ্ধি - ভেত্তোরি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5123611-thumbnail-3x2-pinkball.jpg)
গোলাপি বলের টেস্টের আগে সাবধানী ভারত বাংলাদেশ দুই শিবিরই ৷ বল দেখা সমস্যা হতে পারে ৷ আশঙ্কা করছেন ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৷ একই সুর বাংলাদেশের কোচ ড্যানিয়েল ভেত্তোরির মুখেও ৷ রাতের দিকে খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছে দুই শিবির ৷ দেখে নিন কী বললেন ভারতীয় উইকেটরক্ষক এবং বাংলাদেশের কোচ ৷