Felicitation of Tokyo Olympics Medalist : প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না, সংবর্ধনায় বললেন নীরজ - Neeraj Chopra
🎬 Watch Now: Feature Video
দিল্লিতে অলিম্পিকস পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে আলোকবৃত্তে সোনার ছেলে নীরজ চোপড়া ৷ বললেন, "পরিশ্রম করতে হবে ৷ আর প্রতিপক্ষকে দেখে ঘাবড়ালে চলবে না ৷ তাহলেই অনেক কিছু করা সম্ভব ৷" এইসঙ্গে এদিন সংবর্ধনা দেওয়া হয় কুস্তিগীর বজরং পুনিয়া, পুরুষ হকি দলের অধিনায়ক রবি রামপাল, বক্সার লভলিনা বোরগোহাইদের মতো পদকজয়ীদের ৷ খেলোয়াড়দের সংবর্ধিত করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷