প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের - মোহনবাগান বনাম পঞ্জাব FC
🎬 Watch Now: Feature Video
মোহনবাগান বনাম পঞ্জাব FC । পয়েন্ট টেবিলের দিকে তাকালে ম্যাচটি একনম্বর বনাম দুই নম্বরের । জোসেবা বেইতিয়াকে পাশে নিয়ে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলছেন তাদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ । তিনি মনে করেন না রবিবার তিন পয়েন্ট পেলে লিগ খেতাব পাওয়া সহজ হয়ে যাবে । বরং লিগ যত এগোবে ততই কঠিন হবে ম্যাচ জয় । ড্যানিয়েল সাইরাসের চোট । তার বদলে ডিফেন্সে ফ্রান মোরান্তের সঙ্গে সাইরাসের বিকল্প কে, তা ঠিক করতে ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান বাগান কোচ । প্রতিপক্ষ কোচ ইয়ান ল মোহনবাগানের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন । প্রতিপক্ষ শিবিরের চ্যালেঞ্জ নিয়ে কোনও শব্দ ব্যয় করতে চাননি কিবু ভিকুনা । চেন্নাইয়ের বিরুদ্ধে যে দলটি খেলেছিল সেই একাদশে বদল না হওয়ার ইঙ্গিত দিয়েছেন । সেক্ষেত্রে ডিপান্ডা ডিকাকে থামাতে হয়তো ফ্রান গঞ্জালেসকে ফের ডিফেন্সিভ ব্লকার করার ইঙ্গিত অনুশীলনে । তবে যেকোনও মূল্যে জয় তুলে নিতে চান ৷ সেকথা বারবার বুঝিয়ে দিয়েছেন সবুজ-মেরুন চাণক্য ।