বাগান তারকা ব্যারেটোকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বার্নপুরবাসী
🎬 Watch Now: Feature Video
পশ্চিম বর্ধমানের বার্নপুরে এসেছিলেন বাগান তারকা রেমিরেজ ব্যারেটো ৷ 15 ডিসেম্বর নববিকাশ ক্লাবের ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে এসেছিলেন তিনি ৷ ব্যারেটোকে এক ঝলক দেখতে স্থানীয়রা ভিড় জমান ৷ বাংলার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ETV ভারতকে নিজের প্রতিক্রিয়া জানান ৷