Brazil vs Argentina : মারাকানায় শেষ হাসি কার ? অপেক্ষা রবি ভোরের - মেসি বনাম নেইমার
🎬 Watch Now: Feature Video
রবিবার বাঙালির ফের দুভাগে বিভক্ত হওয়ার দিন ৷ পাড়ায় পাড়ায় সবুজ হলুদ, নীল সাদায় মুড়ে যাওয়ার দিন ৷ এমন একটা ম্যাচ, যার জন্য অপেক্ষা করে থাকে ফুটবল বিশ্ব ৷ রবিবার ভোরে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠ হওয়ার লড়াইয়ে মাঠে নামবে ফুটবলের দুই শক্তিধর দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ জমে যাবে লড়াই ৷
Last Updated : Jul 10, 2021, 7:06 PM IST