FIFA-র ভিডিয়োতে পেলে, মারাদোনার সঙ্গে ভাইচুং - coronavirus
🎬 Watch Now: Feature Video
কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছেন বহু ক্রীড়াবিদ ৷ কখনও ঘরে থাকার বার্তা তো কখনও ঘন ঘন হাত ধোওয়ার বার্তা দিয়েছেন তাঁরা ৷ কোরোনা যুদ্ধে যাঁরা সামনে থেকে কাজ করছেন তাঁদের সম্মান জানানোর অভিনব পন্থা বের করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA ৷ সম্প্রতি নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করেছে FIFA ৷ সেখানে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে বহু কিংবদন্তী ফুটবলার, যাঁরা সামনে থেকে কোরোনার বিরুদ্ধে লড়াই করছে তাঁদের হাততালি দিয়ে সম্মান জানাচ্ছেন ৷ পেলে, মারাদোনা, বেকহ্যামদের সঙ্গে ভিডিয়োতে দেখা গেছে ভারতীয় ফুটবল আইকন ভাইচুং ভুটিয়াকেও ৷ দেখুন সেই ভিডিয়ো...