রো-হিটে কাবু দক্ষিণ আফ্রিকা : ভিডিয়ো - world cup
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে ভারতের দরকার ছিল 228 । সেই রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত । তারপর মোটামুটি একা হাতেই দলকে জয়ের পথে নিয়ে যায় রোহিত শর্মা । ছোট ছোট পার্টনারশিপে তাকে যোগ্য সঙ্গত দেন লোকেশ রাহুল ও ধোনি । শেষ দিকে নেমে 7 বলে 15 করে হার্দিক পান্ডিয়া । তবে আজ বড় রান পেতে ব্যর্থ ক্যাপ্টেন কোহলি । যদিও রোহিত একাই একশো ছিল। 144 বলে 122 রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যাচের সেরা রোহিত । তাঁর ইনিংসে ছিল 13টি চার ও 2টি ছক্কা ।