22 গজে 12 বছর, আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্ণ কোহলির - আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্ণ কোহলির
🎬 Watch Now: Feature Video
2008 সালে ওয়ান ডে ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা দিয়েছিলেন । আজ আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ কাটিয়ে ফেললেন বিরাট কোহলি । সেদিনের তরুণ আজ মহীরূহে পরিণত হয়েছেন । গালের চর্বি ঝরে শক্ত হয়েছে চোয়াল । ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেছেন নিজেকে । পারফরম্যান্স, ফিটনেস আর ধারাবাহিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন ।