একদিনে সচিনের 200-র দিন - সচিনের দ্বিশতরানের 11 বছর
🎬 Watch Now: Feature Video
24 ফেব্রুয়ারি, 2010 । ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে এক স্মরণীয় দিন । এই দিনে সীমিত ওভারের ক্রিকেটে নয়া মানদণ্ড নির্ধারণ করে দিয়েছিলেন এই গ্রহের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর । প্রথম ব্যাটসম্যান হিসেবে 50 ওভারের ক্রিকেটে দ্বিশতরান হাঁকিয়েছিলেন সচিন । গোয়ালিয়রে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা । প্রোটিয়া বোলারদের নাস্তানাবুদ করে এক অনন্য রেকর্ড তৈরি হয়েছিল মাস্টার ব্লাস্টারের ব্যাটে । এরপর একদিনের ক্রিকেটে আরও অনেক ব্যাটসম্যান দ্বিশতরান হাঁকিয়েছেন । কিন্তু পথটা দেখিয়েছিলেন ক্রিকেট ঈশ্বরই । সচিনের সেই কীর্তির আজ 11বছর পূর্তি ।