তেলুগু উদ্যোগপতির কাহিনি বড় পরদায় নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা - নন্দিতা রায়
🎬 Watch Now: Feature Video
লোকবল না থাকলে আজকাল অন্ত্যেষ্টি নিয়ে মানুষকে অনেক বিপদে পড়তে হয় । প্রিয়জন কাছে না থাকলে শেষকৃত্যের ব্যবস্থাও মুশকিল হয়ে পড়ে । আর সেই মুশকিল আসান করতেই এগিয়ে আসে শ্রুতি রেড্ডির কম্পানি । নাম অন্ত্যেষ্টি ডট কম । দেশের প্রথম ফিউনেরাল কম্পানির প্রতিষ্ঠাতা শ্রুতি । আর এবার তাঁর জীবনকে বড় পরদায় তুলে ধরতে চান শিবপ্রসাদ ও নন্দিতা । তাঁদের পরবর্তী ছবি অন্ত্যেষ্টি ডট কম ।