Filmy আড্ডা : লাবণ্যকে চড় মারার কারণ জাস্টিফাই করলেন নীল - 17 e September
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4286670-1013-4286670-1567171794622.jpg)
13 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে '17ই সেপ্টেম্বর'। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সোহম ও অরুণিমা। ট্রেলার দেখেই বোঝা গেছে যে ছবি একটি ফ্যামিলি ড্রামা। এক দম্পতির জীবনে তাদের পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কীভবে একটা ডুবতে থাকা সম্পর্ক বেঁচে যায় পরিবারের সাহচর্যে, সেটা দেখানো হয়েছে ছবিতে। ট্রেলারে এটাও দেখা গেছে যে, লাবণ্য রূপী অরুণিমাকে চড় মারছে নীল রূপী সোহম। কেন এতটা রাগ ? সবকিছু নিয়েই আড্ডা দিলেন টিম '17ই সেপ্টেম্বর'।