ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন শর্টফিল্ম 'কোন দিকে যাবে' - কোন দিকে যাবে শর্ট ফিল্ম
🎬 Watch Now: Feature Video
আগামী 13 নভেম্বর অনলাইনে মুক্তি পাবে প্রসূন গায়েন পরিচালিত মিউজ়িকাল শর্ট ফিল্ম 'কোন দিকে যাবে'। ত্রিকোণ ভালোবাসাকে কেন্দ্র করে এই শর্টফিল্ম। শর্টফিল্মটির মুখ্য চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ দেবশ্রী রায়কে। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবাংশু রায় ও প্রসূন গায়েন। মুক্তি পেল ফিল্মটির টিজ়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা, চিত্র পরিচালক যুধাজিৎ সরকার, সংগীত পরিচালক তীর্থ বিশ্বাস সহ আরও অনেকে। দেখে নিন ভিডিয়ো...