দু'বছর চলার পর চোখের জলে শেষ হল 'বকুল কথা' - bakul katha serial end
🎬 Watch Now: Feature Video
2017 সালে শুরু হয় 'বকুল কথা' । এই বছরটা কোনও বাংলা ধারাবাহিকের জন্য ভালো না হলেও, 'বকুল কথা' মনে ধরে যায় দর্শকের । প্রথম দিকে TRP ভালো না হলেও, দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকে এই ধারাবাহিকের । ঘরের মেয়ে হয়ে যান বকুল । তবে যার শুরু হয়, তার শেষ তো অবশ্যই হবে । তেমনভাবেই শেষ হতে চলেছে 'বকুল কথা' । শুটিংয়ের শেষ দিনে ফ্লোরে উপস্থিত হল ETV ভারত সিতারা । দেখে নিন ভিডিয়ো..