কল্পনার দুনিয়ায় রসদ জোগাতে আসছে শঙ্কুর ভার্চুয়াল ওয়ার্ল্ড - সন্দীপ রায়ের খবর
🎬 Watch Now: Feature Video
আমরা প্রত্যেকেই ছোটোবেলায় একটু না একটু কল্পনাপ্রবণ থাকি। আমাদের কল্পনার সেই গাছে জল দিত কল্পবিজ্ঞানের বিভিন্ন চরিত্ররা। তার মধ্যে অন্যতম প্রফেসর শঙ্কু। নিত্যনতুন আবিষ্কারে, রোমহর্ষক অ্যাডভেঞ্চারে আমাদের শৈশব সাজিয়ে রেখেছে শঙ্কু। এবার ছবি তাকে নিয়ে। শঙ্কুর চরিত্রে অভিনয় করছেন ধৃতিমান চ্যাটার্জি। পরিচালক সন্দীপ রায়। ছবির প্রচারে ভার্চুয়াল এক্সপেরিয়েন্সকে ব্যবহার করেছেন তিনি। সাক্ষী থাকল ETV ভারত সিতারা...
Last Updated : Dec 7, 2019, 7:00 PM IST