বয়স ও চেহারার মানদণ্ড ছাড়াই মিস অ্যান্ড মিসেস বেঙ্গল 2019 - বাংলায় ফ্যাশন শো
🎬 Watch Now: Feature Video
কোনও ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করতে কিছু মানদণ্ড দেওয়া হয়। যেমন একটা নির্দিষ্ট বয়সসীমা, একটা নির্দিষ্ট উচ্চতা বা ওজন। এই মানদণ্ড পূরণ করতে না পারলে প্রতিযোগীতায় অংশ নেওয়া যায় না। ফলে অনেক মহিলার মনোবল ভেঙে যায়, আত্মবিশ্বাসে আঘাত লাগে। মনে প্রশ্ন জাগে, তাহলে কি আমি সুন্দর নই? এই সীমাবদ্ধতা থেকে সমাজকে উদ্ধার করতে এল নতুন ফ্যাশন শো মিস অ্যান্ড মিসেস বেঙ্গল 2019। সেখানে বয়স বা চেহারার কোনওরকম বাউন্ডারি নেই। আগামী সেপ্টেম্বর থেকে কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে শুরু হতে চলেছে শোয়ের অডিশন পর্ব। তার আগে এদিন বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল একটি সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্যাল, পারমিতা মুন্সি, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ও মিস এশিয়া প্যাসিফিক 2018 সুপর্না মুখার্জি। এছাড়া যে মুকুটটি বিজয়ীর মাথায় উঠবে সেটিও উন্মোচিত করা হয় এদিন। দেখে নিন ভিডিয়ো।