পরিবারে চলছে নিখিলকে মারার ষড়যন্ত্র, কী করবে শ্যামা ? - Krishnakoli Bengali serial
🎬 Watch Now: Feature Video
আচমকা রাতে নিখিলদের পারিবারিক কারখানায় আগুণ লাগে। প্রচণ্ড ধোঁয়ায় নিখিল অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা থেকে একটু সুস্থ হওয়ার পরই কেউ আচমকা নিখিলের উপর আক্রমণ করে, তার মাথা ফেটে যায়। কেন বারবার নিখিলের উপর এই আক্রমণ? জানতে উঠে পড়ে লেগেছে শ্যামা। সে কি পারবে? উত্তর লুকিয়ে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের পরবর্তী পর্বে।