500 পর্ব পেরিয়ে একান্ত আড্ডায় টিম 'কৃষ্ণকলি', প্রকাশ্যে ব্যাকস্টেজ স্টোরি - Krishnakoli
🎬 Watch Now: Feature Video
দেখতে দেখতে 500 পর্ব পেরিয়ে এল 'কৃষ্ণকলি'। সপ্তাহের পর সপ্তাহ TRP তালিকায় টপ করেছে এই ধারাবাহিক। শ্যামা-নিখিলের প্রেম, পারিবারিক জটিলতা,পারস্পরিক বোঝাপড়া সবকিছু আজ দর্শকের খুব কাছের, খুব আপন। ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আড্ডায় অভিনেতা-অভিনেত্রীরা শেয়ার করলেন তাঁদের অভিজ্ঞতা, বেরিয়ে এল অনেক পিছনের গল্প। দেখে নিন ভি়ডিয়ো...