'কেশব' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা - bengali serial
🎬 Watch Now: Feature Video
চিত্রনাট্যের প্রয়োজনে ধীরে ধীরে বদলাচ্ছে মৈত্রীর ভোল। সে বুঝতে পেরেছে যে, বাড়ির লোকজন যদি বুঝতে পারে সে পিশাচ, তাহলে থাকতে দেবে না বাড়িতে। তাই সে নিজে ভালো সেজে বাড়ির লোকের মন জেতার চেষ্টা করছে। তার প্ররোচণায় কেশবকে বাড়ি থেকে বের করে দিতে পারে বাড়ির লোকজন। তাহলে কি হবে বলরামের? উত্তর লুকিয়ে 'কেশব' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোয়।