এমনই হতে চলেছে নতুন ব্যোমকেশের লুক... - Byomkesh web series
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5122889-68-5122889-1574248510416.jpg)
ব্যোমকেশ বক্সীকে নিয়ে হইচই প্ল্যাটফর্মে ফের নতুন রূপে আসতে চলেছে ওয়েব সিরিজ়ের পঞ্চম খণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'দুষ্টচক্র' ও 'থুঁজি খুঁজি নারি'-এই দুই গল্পকে মিলিয়ে তৈরি হচ্ছে এই সিজ়নটি। এবারের পরিচালক বিখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার। সব মিলিয়ে বেশ নতুনত্ব রয়েছে এবারের সিজ়নে। কিন্ত, সেটা খুব একটা খোলসা করতে চাইলেন না কেউই। ভিডিয়োয় শুনে নিন অভিনেতা-অভিনেত্রীদের বক্তব্য...