যৌনতা দেখিয়ে লোক টানতে চাই না : দেবালয় - নয়না গাঙ্গুলী
🎬 Watch Now: Feature Video
কলকাতা: ওয়েব প্ল্যাটাফর্মে 'চরিত্রহীন' অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিরিজ়। ভীষণ জনপ্রিয় হয়েছিল সিরিজ়টির প্রথম ভাগ। এবার আসতে চলেছে 'চরিত্রহীন ২'। শরৎচন্দ্রের লেখা 'চরিত্রহীন'-এর ১০০ বছর পূর্তীতে লেখককে এভাবেই শ্রদ্ধা জানালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন দেবালয়, মুমতাজ সরকার ও নয়না গাঙ্গুলি। ভিডিয়োয় তোলা রইল সেই মুহূর্ত।