'উরি'-তে ভিকি কৌশলের চরিত্রটা করতে চাইব : অর্জুন - Arjun CHakrabarty
🎬 Watch Now: Feature Video
বর্তমান প্রজন্মের অন্যতম প্রমিসিং অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী। রোম্যান্টিক কমেডির চনমনে হিরো হোক বা গোয়েন্দা গল্পের ভিলেন, প্রতিটা চরিত্রেই সমান স্বচ্ছন্দ অর্জুন। সামনেই মুক্তি পেতে চলেছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। সেখানে আবির চ্যাটার্জি আর ঈশা সাহার সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অর্জুন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যতের প্ল্যান, বাবার সঙ্গে সম্পর্ক- সবকিছু নিয়েই খোলামেলা আড্ডায় অভিনেতা অর্জুন চক্রবর্তী।