কোয়ারানটিন থেকে বেরিয়ে কী বললেন বিনয় তিওয়ারি ? - Bihar cop
🎬 Watch Now: Feature Video
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য মুম্বইতে যান পটনার SP বিনয় তিওয়াড়ি । তবে মুম্বইতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁকে BMC-র তরফে জোর করে কোয়ারানটিনে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অবশেষে আজ কোয়ারানটিন থেকে মুক্তি দেওয়া হল তাঁকে । এছাড়া মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আজই পটনা ফিরে যেতে বলা হয় । আগামীকাল পটনায় ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে । কোয়ারানটিন থেকে বেরিয়ে কী বললেন তিনি ? দেখুন ভিডিয়ো...