স্কুলে যাওয়ার পথে বন্ধুত্ব হয়েছিল যৌনকর্মীর সঙ্গে : সৌরভ
🎬 Watch Now: Feature Video
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডিজিটাল প্ল্যাটফর্ম 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ় 'মন্টু পাইলট'-এর নাম ভূমিকায় অভিনেতা সৌরভ দাস । মনে করেন এটাই তাঁর অভিনয় জীবনের এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য এবং চ্যালেঞ্জিং চরিত্র । এই চরিত্রে সৌরভ নিজেকে খুঁজে পেয়েছেন, তাঁর নিজের জীবনের ছায়া রয়েছে এই চরিত্রের গভীরে । 'মন্টু পাইলট' নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে সৌরভ তাঁর জীবনের বেশকিছু না বলা কথা শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।