নিখিল ও শ্যামার জীবনে আসছে নতুন বিপদ - krishnakoli serial
🎬 Watch Now: Feature Video
কৃষ্ণকলি ধারাবাহিকের গল্পে দর্শকরা দেখেছিলেন, শ্যামা ও নিখিলের মধ্যে সব বিরোধের অবসান হয়ে গেছে । তারা একসঙ্গে আনন্দে সংসার করছে । কিন্তু, ওদের এই আনন্দ বেশিদিনের জন্য স্থায়ী নয় । কারণ একবার ফের তাদের জীবনে আসতে চলেছে নতুন বিপদ । চক্রান্তের জাল বুনছে রুক্মিণী ও দিশা । নিখিল ও শ্যামার বৈবাহিক জীবনে আসতে চলেছে নতুন বিপদ । সেই বিপদ কীভাবে কাটিয়ে উঠবে তারা ? তার উত্তর রয়েছে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে...