ধারাবাহিক 'ইরাবতীর চুপকথা'-র সেট ভিজ়িট - ইরাবতীর চুপকথা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 2, 2020, 12:58 PM IST

'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে এর আগে দর্শকরা অনেক রকম টুইস্ট দেখতে পেয়েছিলেন । কারণ এতদিন ঝিলাম চক্রান্ত করে গিয়েছিল । আর এখন সেই ইরাবতী ও আকাশ চ্যাটার্জির বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে । এদিকে ইরাবতী-আকাশের বিয়ে হলেও নীল ও তিস্তার বিয়ে ভেঙে যায় । আর সেই জায়গায় সম্রাট লাহিড়ীর বোন শালিনীর বিয়ে হয় নীলের সঙ্গে । যে সম্রাটের সঙ্গে একসময় ইরাবতীর বিয়ে হওয়ার কথা ছিল, সেই এখন ইরাবতীর জীবনকে তছনছ করতে উঠে পড়ে লেগেছে । পরপর কয়েকটা ঘটনা এমনভাবে পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছে যে আকাশ চ্যাটার্জি নিজে থেকেই নীল ও শালিনীকে বাড়ি ছাড়তে বলে । তারা বাড়ি ছাড়ে কি না সেটাই এখন দেখার ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.