Exclusive Interview: 'মুখার্জিদার বউ' ছবির চিত্রনাট্যকার ও কবি সম্রাজ্ঞী ব্যানার্জি - mukherjeedar bou
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3469294-47-3469294-1559662129844.jpg)
ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারতেন অনেক কিছু। শিক্ষক, রেডিয়ো জকি, অ্যাকাডেমিশিয়ান- হতে পারতেন যে কোনও কিছুই। তবে নিজেকে কবি হিসেবেই ভাবতে বেশি ভালোবাসেন সম্রাজ্ঞী ব্যানার্জি। তাই যে পেশাতেই যান না কেন, কোনোভাবে সঙ্গে লেগে থাকে কবিতা। সম্প্রতি তিনি 'মুখার্জিদার বউ' ছবিতে চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সেখানেও তাঁর লেখা একটি কবিতা রয়েছে। ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। লাইমলাইটে এসেছে সম্রাজ্ঞীর লেখা। কতটা পরিবর্তন এল জীবনে? সবকিছু নিয়ে খোলামেলা আড্ডায় সম্রাজ্ঞী ব্যানার্জি।