"কোল্ড ফায়ার"-এর হাত ধরে পরিচালনায় অভিষেক ঋদ্ধির - ঋ্দ্ধির প্রথম ছবি
🎬 Watch Now: Feature Video
ছবির নাম কোল্ড ফায়ার ৷ 33 মিনিটের স্কোলার ফিল্ম ৷ নবারুণ ভট্টাচার্যর একটি গল্প অবলম্বনে তৈরি । এভাবেই আত্মপ্রকাশ হল পরিচালক ঋদ্ধি সেনের । পরিচালক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি । ছবিটি শর্ট এন্ড ডকুমেন্টারি প্যানোরামা বিভাগে দেখানো হবে । এর পটভূমি 2029-এর একটি দিন যখন জিবি নামক এক রহস্যময় সেলসম্যান কে পি সরকার বলে এক ব্যক্তিকে 'কোল্ড ফায়ার' বলে একটি গ্যাজেট বিক্রি করতে চান । ঋদ্ধি সেনের কথায় এটি একটি ডার্ক কমেডি । ছবিটিতে ক্লাস স্ট্রাগল বা বর্ণবৈষম্য দেখানো হয়েছে ।