বিনোদন দুনিয়ায় কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ সরকারের... - রামোজি ফিল্ম সিটি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4533294-576-4533294-1569260211852.jpg)
মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ও মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড স্কিল কাউন্সিলের উদ্যোগে রামোজি ফিল্ম সিটি হায়দরাবাদে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজ়ার সুব্বা রাওয়ের মতে, মিডিয়া ও এন্টারটেনমেন্ট সেক্টর বর্তমানে সর্বাধিক প্রগতিশীল একটি সেক্টর। আর্থিক মন্দার প্রভাব বর্জিত এই সেক্টরের প্রধান সমস্যা হল ম্যান পাওয়ারের অভাব। সরকারের পক্ষ থেকে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের কার্যক্ষেত্রের জন্য তৈরি করাটাই প্রধান উদ্দেশ্য, বলতে গেলে সেটাই সিলেবাস। এই উদ্যোগ নিয়ে খুবই আশাবাদী ইভেন্টে আসা অতিথিরা। সুভাষ ঘাই, রামোজি ফিল্ম সিটির CEO রাজীব জলনাপুরকর, মানবেন্দ্র সুকুলের মতো ব্যক্তিত্বরা।
Last Updated : Sep 24, 2019, 4:03 PM IST