উকিল ও এক মায়ের লড়াইয়ের গল্প বলবে 'ওকিয়াগাড়ি' - Okiagari
🎬 Watch Now: Feature Video
ওকিয়াগাড়ি একটি জাপানি পুতুলের নাম। যাকে শুইয়ে দিলেও সে একই জায়গায় ফিরে আসে বারবার। এরকম একটা নাম নিয়ে কেন শর্টফিল্ম তৈরি করলেন পরিচালক শমীক রায়চৌধুরি? ETV ভারত সিতারার ক্যামেরার সামনে শমীক বললেন, "শর্ট ফিল্মটিতে মীরদার চরিত্রটা ওকিয়াগাড়ির চরিত্রের মতো। সে কোনও ভুল করলে নিজে নিজেই শুধরে নেয়।" মীর ছাড়াও 'ওকিয়াগাড়ি'-তে রয়েছেন দেবলীনা কুমার। শুনে নেওয়া যাক সবার বক্তব্য।