Exclusive : বিশেষ আড্ডায় 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড'-এর স্টারকাস্ট - সোহম
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3630674-166-3630674-1561193692043.jpg)
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনতী 'স্ত্রী'-এর কথা মনে আছে? হরর কমেডির এক নতুন সংজ্ঞা তৈরি করে এই ছবিটি। পিছিয়ে নেই আমাদের বাংলাও। অনীক দত্তর 'ভূতের ভবিষ্যৎ' ছবিটিও তথাকথিত "ভূতের ছবি"কে একটা নতুন ভাষা দেয়। বর্তমানে অনেক পরিচালকই ভূত বা ভয়ের ছবি নিয়ে অনেকরকম এক্সপেরিমেন্ট করছেন। হরনাথ চক্রবর্তী তাঁদের অন্যতম। 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড' নামের তাঁর নতুন ছবিতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, সোহম আর বনি সেনগুপ্ত। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন দর্শক। ছবিটি মুক্তি পাওয়ার আগে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন স্টারকাস্ট।