প্রকাশ্যে 'গোত্র'-র নতুন গান 'বৈষ্ণব সেই জন' - new song
🎬 Watch Now: Feature Video
মুক্তি পেল 'গোত্র'-র আরও একটি গান । 'বৈষ্ণব সেই জন' গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল । সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় । গতকাল বেলিয়াঘাটা গান্ধি ভবনে গানটি প্রকাশ্যে আনা হল । জাত, ধর্ম, বিভেদের বিরুদ্ধে ফের একবার বললেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় । গান উদ্বোধন হল অপর পরিচালক নন্দিতা রায়ের হাত ধরে । অনসূয়া মজুমদার, মানালি দে, নাইজেল আকারা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে জমে উঠল গানের আসর ।