কেমন দিন কাটছে 'কৃষ্ণকলি' শ্যামার? সেটে ঢুঁ মাড়ল ইটিভি - krishnakali
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2747439-20-6336c035-0c23-4db4-9a3e-ff2eef60281d.jpg)
'কৃষ্ণকলি' শ্যামার পরিবার এখন মেতে রয়েছে আনন্দে। কারণ বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। সন্তানসম্ভবা শ্য়ামার বৌদি। আপাতত শ্যামা তার বাবার বাড়িতে। সেখানে হঠাৎ এসে উপস্থিত হয়েছে ছোটো কর্তা অর্থাৎ নিখিল। তাই মনে মনে খুব খুশি শ্যামা। সবমিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ এখন শ্যামার বাড়িতে। ধারাবাহিকের সেটে ঢুঁ মাড়ল ইটিভি ভারত। কথা বললেন শ্যামা আর নিখিল। কী বললেন তারা? জানতে দেখুন ভিডিয়ো।