ইন্টারভিউ : নিজেদের 'লাভ স্টোরি' নিয়ে আলাপচারিতায় বনি, ঋত্বিকা - bangla movie
🎬 Watch Now: Feature Video
এর আগে চারটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । আর কয়েকদিন পর মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি 'লাভ স্টোরি' । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বনি ও ঋত্বিকা । জুটি হিসেবে তাঁদের চতুর্থ ছবি এটা । ইতিমধ্যে ছবির ট্রেলার ও দু'টি গানই পছন্দ করেছে দর্শক । ছবি মুক্তির আগে ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন এই দু'জন । সঙ্গে চলল খুনসুটিও ।