ইন্টারভিউ : আগে কখনও ফুটবল ছুঁয়ে দেখেননি 'জয়ী' - video
🎬 Watch Now: Feature Video
দু'বছরের পথ চলা শেষ করল বাংলা ধারাবাহিক 'জয়ী' । জয়ীর চরিত্রে অভিনয় করেছেন দেবাদ্রিতা বসু । এটিই তাঁর প্রথম ক্যামেরার সামনে কাজ । স্কুল জীবন শেষ হয়নি এখনও । সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা । ছোটো থেকেই শখ ছিল অভিনয়ের । কিন্তু এভাবে হঠাৎ সুযোগ চলে আসবে ভাবেননি কখনও । দর্শক তাঁর অভিনয়কে পছন্দ করেছে অনেক । এবার ধারাবাহিকের কাজ শেষ হওয়ায় ফের পড়াশোনার মধ্যে ফিরতে চান তিনি । তবে অন্যান্য কাজের কথাও চলছে বলে জানান তিনি । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আরও অনেক কথা জানালেন দেবাদ্রিতা ।