Interview : ক্ষুদে শিল্পী অরিত্র এখন ছবির এডিটর - actor
🎬 Watch Now: Feature Video
রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ অ্যাঙ্কর হিসেবে যার অভিনয় জগতের হাতেখড়ি । এরপর দেখা গেছে বিভিন্ন বাংলা ধারাবাহিক ও ছবিতে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি । তিনি একসময়ের ক্ষুদে শিল্পী অরিত্র দত্ত বণিক । 2008 সালে প্রথম 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁকে দিয়ে অভিনয় করিয়েছিলেন রাজ চক্রবর্তী । এরপর একে একে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'হাঁদা অ্যান্ড ভোঁদা', 'লে ছক্কা', 'কানামাছি', 'লাভেরিয়া'-তে অভিনয় করেছেন অরিত্র । ছোট্ট অরিত্রকে দর্শক তো মিস করে। তাঁর অভিনয়ের মধ্যে পাগলামিগুলো এখনও জনপ্রিয় । তবে সুযোগ পেলে বা নিজেকে সেভাবে তৈরি করতে পারলে অন্য়রকম চরিত্রেও কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অরিত্র । ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কী কী জানালেন তিনি ? দেখে নিন ভিডিয়োয়...