ETV ভারত সিতারার মুখোমুখি 'গোত্র'-র মুক্তিদেবী - anusua mazumder
🎬 Watch Now: Feature Video
তিনি একজন নৃত্যশিল্পী । একজন দুর্দান্ত অভিনেত্রী । কয়েকমাস আগে 'মুখার্জিদা'র বউ' ছবিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন । তিনি অনসূয়া মজুমদার । এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'গোত্র'-তে মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । তিনি জানালেন, চরিত্রটির অনুপ্রেরণা শিবপ্রসাদের মা জয়া মুখোপাধ্যায় । এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি আপ্লুত । ETV ভারত সিতারাকে দেওয়া সাক্ষাৎকারে ছবি সম্পর্কে অনেক কথা জানালেন অনসূয়া। আড্ডা দিলেন আরও অনেক বিষয়ে ।
Last Updated : Jul 31, 2019, 11:47 AM IST