Exclusive : থিয়েটার থেরাপির মাধ্যমে মানুষকে মূল স্রোতে ফেরাচ্ছেন অভিজিৎ অনুকামিন - Abhijit Anukamin
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4090557-420-4090557-1565360886083.jpg)
খারাপ পথে চলে যাওয়া মানুষ বা মানসিক সমস্যায় জর্জরিত মানুষ, সকলকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন নদিয়ার অভিজিৎ অনুকামিন । তিনি নিজে থিয়েটার শিখতে শুরু করেন 2008 সালে । প্রশিক্ষণ নেন নান্দীকার নাট্যদল থেকে । তারপর 2012 সাল থেকে শুরু করেন এই থিয়েটার থেরাপির কাজ । কলকাতায় সেভাবে সাড়া না পেলেও জেলাগুলিতে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন অভিজিৎ । থিয়েটার থেরাপি নিয়ে আর কী কী বললেন অভিজিৎ ? দেখে নিন ভিডিয়োয় ।