Lata Mangeshkar Songs With S D And R D Burman : সুরসম্রাজ্ঞীর সঙ্গে জুটি বেঁধেই স্বর্ণযুগ এনেছিলেন এসডি বর্মন এবং আর ডি বর্মন - Lata Mangeshkar Songs With S D And R D Burman

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 7, 2022, 5:36 PM IST

লতা মঙ্গেশকরের চেয়ে এসডি বর্মন প্রায় 23 বছরের বড় ছিলেন ঠিকই, কিন্তু বলিউডে তাঁদের সফর শুরু হয় প্রায় একইসঙ্গে ৷ একদিকে যেমন 1946 সালে 'শিকারি' ছবি দিয়ে সুরকার হিসাবে আত্মপ্রকাশ করেন শচিনদেব, তেমনই ঠিক তার একবছর পর আপ কি সেবা মে ছবি দিয়ে গানের দুনিয়ায় পা রাখেন লতা মঙ্গেশকর ৷ তবে তাঁদের দু‘জনের মধ্যে সম্পর্কের ধারাটি ছিল খুবই জটিল এবং একপর্যায়ে তা এতটাই চরমে ওঠে যে, লতার সঙ্গে কাজ বন্ধ করে গীতা দত্ত এবং আশা ভোঁসলের সঙ্গে কাজ শুরু করেন শচিন কর্তা ৷ শচিনদেবের গান সাফল্য পাচ্ছিল ঠিকই, কিন্তু এর মাঝেই তিনি বুঝতে পারেন লতার গলায় আছে এক এমন জাদু, যা অন্য কারও গলায় নেই ৷ তাই ফের লতার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি ৷ এই পর্বে 'বন্দিনী', 'গাইড', 'তেরে মেরে সপনে', 'প্রেম পূজারি', 'তালাশ', 'অনুরাগ', 'অভিমান'-এর মত ছবিগুলিতে তাঁদের গানের যুগলবন্দি আজও অমর হয়ে আছে ৷ 1965 সালে 'গাইড' ছবিতে লতার গাওয়া 'আজ ফির জিনে কী তমন্না হ্য়ায়' শুধু যে লতার সঙ্গীতজীবনে নয়, সঙ্গীতজগতেও একটি মাইল ফলক ৷ বাবা শচিনদেবের পর ছেলে রাহুলদেবের সঙ্গেও জুটি বেঁধেছিলেন লতা মঙ্গেশকর (Songs of Lata Mangeshkar with S D Burman and R D Burman ) ৷ বিশেষত, 1970 থেকে 1980 সাল পর্যন্ত এই যুগলবন্দি হিন্দি সঙ্গীত জগতকে এমন কিছু গান উপহার দিয়েছিলেন যা আজও সম্পদ হয়ে আছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.