শাবানাকে দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ ঠাকরে থেকে ভিকি কৌশল - শাবানা আজ়মির খবর
🎬 Watch Now: Feature Video
শাবানা আজ়মির পথ দুর্ঘটনা এক প্রকার কাঁপিয়ে দিয়েছে বি-টাউনকে । সোশাল মিডিয়ায় তাঁর আরোগ্য় কামনা করার সঙ্গে সঙ্গে অনেক তারকাই গিয়ে পৌঁছন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে । সেখানেই ভরতি রয়েছেন শাবানা । ভিকি কৌশল থেকে শুরু করে আশুতোষ গোয়ারিকর, সবাই দেখা করতে যান হাসপাতালে । এছাড়াও উপস্থিত হন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে । দেখে নিন ভিডিয়ো...