১৪ বছর পেরিয়ে এল 'রান্নাঘর' - Rannaghar
🎬 Watch Now: Feature Video
কলকাতা : ১৪ টা বছর পেরিয়ে এল 'রান্নাঘর'। এই এতগুলো বছর চলতে চলতে বদল এসেছে অনেক। একটু একটু করে বেড়েছে এই শোয়ের পরিধি। তবে দর্শকের ভালোবাসাটা অপরিবর্তিত। ১৪ বছর ধরে মানুষ একই উৎসাহে দেখে চলেছেন এই শো। রসনাতৃপ্তির হাজার রকমফের নিয়ে বারে বারে দর্শককে চমকে দিয়েছে 'রান্নাঘর'।