Soumitra Chatterjee : অপু থেকে উদয়ন মাস্টার, ফেলুদা থেকে ক্ষিতদা - সৌমিত্র একটা প্রতিষ্ঠান - সৌমিত্র চট্টোপাধ্যায়ের খবর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 15, 2021, 7:49 PM IST

Updated : Nov 16, 2021, 12:15 PM IST

বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ 86 বছরের বর্ণময় জীবনের প্রতিটি অধ্যায় যেন নিপুণ হাতে এঁকে রেখে গিয়েছেন তিনি ৷ তাঁর মধ্যে দিয়ে প্রখ্যাত পরিচালকরা আবিষ্কার করেছেন একের পর এক চরিত্রকে ৷ কখনও তিনি অপু, কখনও ফেলুদা, কখনও উদয়ন মাস্টার আবার কখনও কিং লিয়ার ৷ তাঁর দরাজ কণ্ঠ, সাবলীল অভিনয় মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন দর্শকরা ৷ তাঁর প্রয়াণের পর এক বছর হল অভিভাবকহীন টলিপাড়া ৷ গোটা জীবন কাজকেই সবার আগে রেখেছেন মানুষটি ৷ গত বছর কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি ৷ যমে-মানুষে টানাটানি ৷ অপার জীবনীশক্তির জোরে করোনাকে পর্যুদস্তও করেছিলেন ৷ তবে তার পরবর্তী ধাক্কা আর সামাল দিতে পারেননি কোনির ক্ষিতদা ৷ দীর্ঘ 40 দিনের লড়াই থামে 2020 সালের 15 নভেম্বর ৷ বাংলা চলচ্চিত্র জগৎ ও তাঁর অগণিত ভক্তদের কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায় ৷
Last Updated : Nov 16, 2021, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.