Golf Green Holi 2022 : এক টুকরো শান্তিনিকেন গলফ গ্রিনে - SHANTINIKETAN STYLE HOLI CELEBRATE IN GOLFGREEN
🎬 Watch Now: Feature Video
এক টুকরো শান্তিনিকেতন নেমে এল গলফ গ্রিনে । প্রতি বছরের মত এখানে এবারও আয়োজিত হল দোল উৎসব । গত দু‘বছর করোনার কারনে বন্ধ থাকলেও এই বছর রংয়ের উৎসবে মেতেছেন গলফ গ্রিনের বাসিন্দারা । শান্তিনিকেতনের আদলে এখানে বসন্তোৎসব হয় ৷ এবারেও তার অন্যথা হল না ৷ অতীতে এই বসন্ত উৎসবের সঙ্গে যুক্ত থাকতেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । এবার করোনার অতিমারির পর্ব কাটিয়ে রংয়ের উৎসবে মেতে উঠলেন সবাই (Golf Green Holi 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Golf Green Holi 2022